মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

দিনাজপুর হাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা 

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর হাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও শাখায় কর্মরত ৯ম গ্রেড হতে তদূর্ধ্ব গ্রেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ( ২৪ জানুয়ারি) আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও আলোচক ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহ্ মইনুর রহমান। 

এ সময় প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, শুদ্ধাচার চর্চার মূল বিষয়টি হলো সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। এই বিষয়গুলো নিশ্চিত হলে সেবা গ্রহীতারা স্বাচ্ছন্দ্যে সেবাগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে শাসক নয় সেবকের ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী সব সময় বলেন, আমরা জনগণের সেবক হতে চাই। 

টিএইচ